Preference

প্রশ্নঃ হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-

  1. ক.
    দৌলত উজির বাহরাম খান
  2. খ.
    সৈয়দ সুলতান
  3. গ.
    আব্দুল করিম সাহিত্য বিশারদ
  4. ঘ.
    আলাওল
উত্তরঃ
আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওলের জন্মস্থান নিয়ে মতভেদ আছে। চট্রগ্রামের হাঠাজারী উপজেলার অন্তর্গত জোবরা নামক গ্রামে প্রখ্যাত সৈয়দ বংশে কবি আলাওল জন্ম গ্রহন করেন (সুত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাসঃ মোতাহের হসেন সুফী) । পক্ষান্তরে, ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, কবি আলাওল ১৫৯৭ সালে ফতেহাবাদ জেলার অর্থাৎ বর্তমানে ফরিদপুর জেলার জামালপুর অঞ্চলে জন্ম গ্রহন করেন (সূত্রঃ আলাওলের পদ্দাবতীঃ সৈয়দ আলী আহসান)
comments powered by Disqus

Events

Loading....

Loading....

Loading....

Share our page